জনতার কলম, ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর রাধাকিশোপুর মহিলা থানা আবারো সাফল্যের মুখ দেখলো। শিশুকন্যাকে শ্লীলতাহানীর করার অভিযোগে এক যুবককে আটক করলো মহিলা থানার পুলিশ। ঘটনা উদয়পুর মহকুমাধীন পিত্রা এলাকায় । উল্লেখ্য ৬ বছরের শিশুকন্যাকে শীলতাহানি করার ঘটনায় অভিযুক্ত মিঠুন সরকার নামে আর.কে.পুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা শিশুকন্যার পরিবার। আর এই অভিযোগ হাতে পেয়ে বৃহস্পতিবার রাতে আর কে পুর মহিলা থানার পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত মিঠুন সরকার কে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। উদয়পুর মহিলা থানার পুলিশ আইপি.সি. ৪৪৮ / ৩৫৪ বি ধারায় মামলা গ্রহণ করে ,যার মামলা নম্বর ৪৩ / ২০২১ । পরে শুক্রবার সকালে উদয়পুর আদালতে মহিলা থানার পুলিশ মিঠুনকে সোপর্দ করে। পুলিশ সূত্রে খবর মাননীয় আদালত অভিযুক্তকে ১৪ দিনের জেল হাজতে পাঠিয়েছে বলে জানা যায়। শ্লীলতাহানীর ঘটনায় উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানার সাব-ইন্সপেক্টর সুমিত্রা কপালি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান ,এই ঘটনায় মহিলা থানার পুলিশ শক্ত হাতে গোটা ঘটনা তদন্ত করছে। ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের এই ধরনের সাফল্য একেবারে দপ্তরের মন্ত্রীর মুখ উজ্বল করেছে এইদিন উদয়পুর মহিলা থানার পুলিশ সাব-ইন্সপেক্টর সুমিত্রা কপালি। রাজ্য ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে পালাবদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিলেন, রাজ্য কোন ধরনের অপরাধ সহ্য করা হবে না। যে কোন অপরাধ যদি পুলিশের কাছে লিপিবদ্ধ হয় তাহলে পুলিশ স্বচ্ছভাবে সেসব অভিযোগের সত্যতা বের করে, তা যেন ভালো উজ্জ্বল মুখ তুলে ধরতে পারে রাজ্যবাসী কাছে তা তিনি বার্তা দিয়েছিলেন সেদিন। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা পাওয়ার পর থেকেই উদয়পুরের রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ প্রতিদিন সততার সাথে কাজ করে যাচ্ছেন। তা দেখে উদয়পুর বাসীদের মধ্যে সুনাম অর্জন করে যাচ্ছে উদয়পুরের মহিলা থানার সাব-ইন্সপেক্টর সুমিত্রা কপালি সহ এই থানার অন্যান্য পুলিশকর্মীরা।
রাজ্য
শিশুকন্যাকে শ্লীলতাহানী করার অভিযোগে এক যুবককে আটক করলো মহিলা থানার পুলিশ
- by janatar kalam
- 2021-07-16
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this