জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের অবস্থা অসহায়। ইতিমধ্যে বিনা চিকিৎসায় রাজ্যে ১০৪ জন চাকরীচ্যুত শিক্ষকের মৃত্যু হয়েছে। তাই তাদের পাশে দাঁড়ানো নাগরিক সহমর্মিতা সংস্থা। চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে যাদের অবস্থা অত্যন্ত করুণ, সেসব পরিবারে আর্থিক সহযোগিতা হিসেবে প্রতি মাসে 2000 টাকা করে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে নাগরিক সহমর্মিতা কর্মকর্তারা। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান নাগরিক সহমর্মিতার পুরুষোত্তম রায় বর্মন। তিনি জানান যতদিন না পর্যন্ত চাকুরিচ্যুতির শিক্ষক-শিক্ষিকাদের কোন স্থায়ী ব্যবস্থা হবে ততদিন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে নাগরিক সহমর্মিতা কর্মকর্তারা। আপাতত আগামী এক বছর চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের ছেলেমেয়েদের পড়াশুনা এবং চিকিৎসা খরচ বহন করার দায়িত্ব নিয়ে 2000 টাকা করে প্রদান করা হবে। এটা সামাজিক দায়িত্ব হিসেবে পালন করবে সংস্থা। এবং সে টাকা নাগরিক সহমর্মিতা ব্যাংক একাউন্টের মাধ্যমে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের ব্যাংক একাউন্টে প্রদান করবে। আবেগ এবং তাগিদ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
রাজ্য
১০৩২৩ শিক্ষকদের পাশে দাড়াল নাগরিক সহমর্মিতা সংস্থা
- by janatar kalam
- 2021-07-16
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this