2024-12-19
agartala,tripura
রাজ্য

আমরা যদি একে অপরের পাশে দাঁড়ায় তবেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব : শিক্ষামন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার রাজধানীর মহারানী তুলসীবাতি বালিকা বিদ্যালয়ে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন শিক্ষামন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে হলে প্রত্যেক মানুষের সক্রিয় অংশগ্রহণ দরকার ,সেজন্য আমরা মনে করি যে ” সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে ” আমরা যদি একে অপরের পাশে দাঁড়ায় তবেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব বলে। তাছাড়া তিনি এদিন আরো বলেন রাজ্যের ৩৬৫ টা বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা প্রচলন শুরু করছি তাছাড়া আরো ২৩৯ টা বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা প্রচলন করার জন্য পিএবি থেকে অনুমোদন পেয়েছে। এদিনের কর্মসূচিতে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service