2024-12-18
agartala,tripura
রাজ্য

ত্রিপুরার রাজ্যপাল হিসেবে আজ শপথ নিলেন রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য্য বুধবার পুরাতন রাজভবনে শপথ বাক্য পাঠ করে রাজ্যে দায়িত্বভার গ্রহণ করেন। এদিন রাজভবনে গার্ড অফ অনার দিয়ে রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য্যকে অভিনন্দন জানানো হয়। শপথ বাক্যের আগে জাতীয় সঙ্গীত দ্বারা শুভারম্ভ হয়। এদিন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অখিল কুরেসী রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য্যকে শপথ বাক্য পাঠ করান। নবনিযুক্ত রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য্য শপথ বাক্য পাঠ করে বলেন রাজ্যের জনগণের সেবার জন্য কাজ করবেন বলে জানান তিনি। তিনি ত্রিপুরার ১৯ তম রাজ্যপাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, আইনমন্ত্রী রতন লাল নাথ সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আশা ব্যক্ত করে বলেন ত্রিপুরার মানুষের উন্নয়নের স্বার্থে দায়িত্ব পালন করবেন নবনিযুক্ত রাজ্যপাল। ৩৭ লক্ষ রাজ্যবাসীর স্বপ্ন পূরণের জন্য কাজ করছে সরকার এবং পাইমারি সেক্টরের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রাজ্যের যুবক-যুবতীরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। এবং করোনা পরিস্থিতির মধ্যেও রাজ্যের উন্নয়ন মূলক কাজ থেমে নেই। সার্বিকভাবে এগিয়ে চলেছে রাজ্য। রাজ্যে করোনায় মোকাবিলা করতে আশা কর্মী থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক কর্মীরা কাজ করে চলেছেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service