2024-09-19
agartala,tripura
রাজ্য

কেন্দ্রীয় কর্মচারীদের বাড়লো মহার্ঘভাতা, রাজ্যের কবে হবে সে দিকে তাকিয়ে কর্মচারীরা

জনতার কলম আগরতলা প্রতিনিধিঃ- পহেলা জুলাই থেকে কেন্দ্রীয় সরকারের পেনশনভোগী ও সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা বাড়ানো হলো। বর্তমানে তাদের মহার্ঘ্যভাতা যে জায়গায় 17 শতাংশ রয়েছে সে জায়গায় আরো 11 শতাংশ বাড়িয়ে সর্বমোট 28 শতাংশ করা হয়েছে। কিন্তু বর্তমানে আমাদের রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা নতুন সরকার প্রতিষ্ঠিত হবার চার বছরের মাথায় বাড়ানো হয়েছে মাত্র 3 শতাংশ। প্রশ্ন হল কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকার পরে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে এত বড় পার্থক্য কেন রয়েছে? রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে রাজ্যের সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি মোতাবেক রাজ্যের সরকারি কর্মচারীদের ললিপপ দেওয়া হয়েছিল। আশা করা যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং পেনশন ভোগীরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন। এখন দেখার রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য রাজ্য সরকার কবে নাগাদ ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service