2024-12-15
agartala,tripura
রাজ্য

চারিদিকে মিথ্যাচার করে জনসাধারণকে বিভ্রান্ত করছেন রাজ্য সরকার- যুব কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কথায় আছে জোর যার মুলুক তার। চারিদিকে মিথ্যাচার করে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে বর্তমান রাজ্য সরকার এবং যে জায়গায় করোণা মহামারীর জন্য জারি করা হয়েছে করোনা কার্ফু, যেখানে নিষিদ্ধ করা হয়েছে কোন প্রকার জন জমায়েত সেই জায়গায় শাসক দল ও এই দলেরই শিক্ষা মন্ত্রী মোহনপুর এলাকায় প্রায় 5000 লোকের জন জমায়েত নিয়ে দলীয় কার্যকলাপ চালিয়ে গেছেন সেখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকায়। কিন্তু যখনই কোনো বিরোধী দল কিংবা কংগ্রেস, যুব কংগ্রেস রাজ্যের মানুষের স্বার্থে আন্দোলনে নামছে তখনই পুলিশের সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে বলে যুব কংগ্রেসের পক্ষ থেকে তিনজনের প্রতিনিধিদল আগরতলা পশ্চিম থানায় ডেপুটেশন প্রদান কর্মসূচীতে একথা বলেন সদর জেলা যুব কংগ্রেস সভাপতি অনির্বাণ সাহা। তাছাড়া পুলিশের এই দ্বিচারিতা মনোভাব যেন বন্ধ হয় এবং আইন যেন সকলের জন্য সমান হয় সেই দাবি রাখেন ও রাজ্যের পুলিশ প্রশাসন যদি সকলকে সমান চোখে না দেখে তাহলে আগামী দিনের যুব কংগ্রেস রাজ্যের মানুষের স্বার্থে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে ও অভিমত ব্যক্ত করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service