2024-12-19
agartala,tripura
রাজ্য

বিএসএফের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ কমান্ডার জিপের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সাতসকালে দুর্ঘটনার কবলে পড়ল বিএসএফের গাড়ি। জানা যায় মঙ্গলবার বিশালগড় দুর্গানগর স্কুল চৌমুনী ইলেকট্রিক সাব ডিভিশন অফিসের সামনে টি আর ০১J 1649 নম্বরের একটি বিএসএফ এর গাড়ি বস্ক নগর থেকে বিশালগড় এর দিকে আসার সময় টি আর ০১ ২৪২১ নম্বরের একটি কমান্ডার জীপ গাড়িকে ধাক্কা মারে। জিপ গাড়ির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। জীপ গাড়িতে থাকা 3 জন যাত্রী আহত হয়। বিএসএফ গাড়ির মধ্যে থাকা কোন জোয়ান আহত হয়নি। সংঘর্ষের পর জীপ গাড়ির চালক পালিয়ে যায়। ঘটনার অনেক পরে আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীর কাউকে ঘটনাস্থলে আসতে দেয়নি বিএসএফ কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ করেছে এলাকার জনগণ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service