2024-09-19
agartala,tripura
রাজ্য

২৫ বছর বামফ্রন্ট সরকার রাজ্যের মানুষকে ঠকিয়েছেন, তারা মানুষের ভাল চাইনি – বিপ্লব দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা দেশের অন্যান্য রাজ্যের মত এই রাজ্যেও পালন করা হল ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২০তম জন্মবার্ষিকী। এদিন সরকারি তরফে মুল অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ডক্টর দিলিপ দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,২৫ বছর বামফ্রন্ট সরকার রাজ্যের মানুষকে ঠকিয়েছেন।তারা মানুষের ভাল চাইনি, আর আজ রাজ্য ঝরের গতিতে এগিয়ে যাছে। ২৫ বছরে CSC সেন্টের ছিল মাত্র ১৫০টি। আর আমদের সরকার ক্ষমটায় আশার পর তিন বছরে তা দাঁড়িয়েছে ১৫০০ হাজারে। তিনি আরও বলেন, কাল থেকে রাজ্যের স্টারটাপ সপ্তাহ শুরু হয়েছে। ২০০০ ছেলে মেয়েকে নিয়ে। আজ ত্রিপুরায় ৯০ শতাংশ ক্লাস অনলাইনে হচ্ছে। আগামী দিনে আরও এমন অনেক কাজ করার বাকি বলে জানান তিনি। এদিন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে টুইট করে শ্রদ্ধা-জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, শ্যামাপ্রসাদ ছিলেন গোটা দেশের অনুপ্রেরণা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হলেন বিজেপির কাছে আদর্শ। তাঁকে সামনে রেখেই বিজেপি নানা কর্মসূচি পালন করে থাকে। টুইটারে মোদী লেখেন, “জন্মজয়ন্তীতে আমি প্রণাম জানাই ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। তিনি দেশের কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজের জীবন দেশের ঐক্য ও প্রগতির জন্য উৎসর্গ করেছিলেন। তিনি নিজেকে একজন পণ্ডিত ও বুদ্ধিজীবী হিসেবেও তুলে ধরেছিলেন।” এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service