জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার রাজধানীর ছাত্র যুব ভবনের সামনে মানবাধিকার কর্মী স্ট্যান স্বামীর হত্যাকারীদের শাস্তির দাবিতে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। এদিন বক্তব্য রাখতে গিয়ে এদেশের মানুষের মুক্তির আন্দোলনে মানবাধিকার কর্মী স্ট্যান স্বামী ওতপ্রোতভাবে জড়িত ছিলেন , তাকে আপা আইনে গ্রেপ্তার করে তার উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হয়। এটা বর্তমানে এদেশে ক্ষমতাসীন রাজনৈতিক দল গণতন্ত্রের কণ্ঠরোধ করার উদ্দেশ্যে এ ধরণের রাজনৈতিক সন্ত্রাসের সূচনা করছেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্ট্যান স্বামীর রক্তে নিজের হাত রাঙিয়েছেন বলে মনে করেন বলে মন্তব্য করেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
janatar kalam Blog রাজ্য দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্ট্যান স্বামীর রক্তে নিজের হাত রাঙিয়েছেন- এস এফ আই
Leave feedback about this