2024-12-19
agartala,tripura
রাজ্য

উদয়পুরে মাছের চারা পোনা বিতরণ বেনিফিসারীদের মধ্যে

জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :-
মঙ্গলবার সকাল 11 টায় মুখ্যমন্ত্রীর স্বনির্ভর পরিবার যোজনা মাতাবাড়ি ব্লক ভিত্তিক মাছের চারা পোনা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় উদয়পুর মৎস্য তত্ত্বাবধায়ক অফিস প্রাঙ্গণে । অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন সেন , মাতাবাড়ি আর. ডি. ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ দাস, গোমতী জেলার ফিসারি ডাইরেক্টর সুজিত সরকার ও মাতাবাড়ি কুঞ্জবন ও পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের প্রধান চম্পা দাস ও লক্ষী সাহা সহ আরো অনেকে। মাছের চারা পোনা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোমতী জেলা ফিসারী আধিকারিক সুজিত সরকার বলেন গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই প্রথম ৬ হাজার ৩১১ টি বেনিফিসারী পরিবারকে দেওয়া হবে মাছের পোনা। মাতারবাড়ি ব্লকের অধীনে ১ হাজার ৩৪৩ টি বেনিফিসারী পরিবারকে দেওয়া হবে মাছের চারা পোনা। এদিকে বিধায়ক বিপ্লব কুমার ঘোষের বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রতি একজন বেনিফিসারী কে ৫০০ করে মাছের চারা পোনা দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর নির্দেশ মতো এই বেনিফিসারী দেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণ দেয়া হবে মৎস্য দপ্তরে। এদিন মাতারবাড়ি আর ডি ব্লকের অন্তর্গত কুঞ্জবন ও পূর্ব কুঞ্জবন এই দুইটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মঙ্গলবার সকালে ৩০ জন বেনিফিসারী কে দেওয়া হয় মাছের চারা পোনা। আগামী দু’একদিনের মধ্যে গোটা কোন জেলায় ৬ হাজার ৩১১ টি বেনিফিসারী যার মধ্যে মাছের চারা পোনা দিয়ে সম্পন্ন করা হবে। এদিন মৎস্য দপ্তর থেকে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় বিধায়কের হাত ধরে মাছের চারা পোনা পেয়ে খুবই খুশি বেনিফিসারীরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service