জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :- রাজ্যের সমস্ত অংশের মানুষকে রোজগারের সুযোগ করে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য । লক্ষ্যেই রাজ্যের রূপায়িত হচ্ছে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা। রাজ্যের উন্নয়নে প্রাথমিক ক্ষেত্র গুলির উন্নয়নের পাশাপাশি এই যোজনা রোজগার বাড়াতে সহায়ক ভূমিকা নেবে । রাজ্যের অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে প্রাথমিক ক্ষেত্র গুলির উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে। এই লক্ষ্যে কৃষি উদ্যান পালন , মৎস, প্রাণী পালনের মাধ্যমে রাজ্যের মানুষের রোজগার বাড়াবার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সরকারের লক্ষ্য ২০২২ সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কেন্দ্রীয় পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা। একথা বলেন ৩১ রাধাকিশোর পুর মণ্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস। মঙ্গলবার দুপুরে উদয়পুর পশ্চিম খিলপাড়া পঞ্চায়েতে ৪০০ টি সুবিধাভোগী পরিবারের মধ্যে পেঁপে, লেবু, সুপারি চারা এবং মুলা, ঢেড়স , বরবটি / কুমড়ার বীজ দেওয়া হয়েছে । সুবিধাভোগী পরিবারগুলি রাজ্য সরকার থেকে এই সুবিধা পেয়ে খুবই খুশি।
রাজ্য
মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় রোজগারের সুযোগ করে দেওয়া রাজ্য সরকারের লক্ষ্য
- by janatar kalam
- 2021-06-29
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this