2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত বাড়ি।

জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি:- মঙ্গলবার রাত এগারোটা নাগাদ উদয়পুর সোনামুড়া চৌহমুনী ১৯ নং ওয়ার্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বসত বাড়ি। জানা গেছে, বসত বাড়ীতে দীর্ঘদিন যাবত কোন লোকজন বসবাস করছে না বলে জানা যায়। বাড়ির মালিক বকুল দে নামে এক যুবক গত বেশ কয়েকদিন যাবৎ এই বাড়িতে ছিলেন না। জানা যায় বকুল আগরতলায় একটি মেকানিক্সের কাজে যুক্ত রয়েছে। এর ফলে বাড়িতেই দীর্ঘদিন যাবত কেউ বসবাস করছে না বলে জানা গিয়েছে । কিন্তু কিভাবে মঙ্গলবার রাত এগারোটা নাগাদ হঠাৎ এই ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে এই বাড়িতে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। এই আগুন লাগার ফলে দুটি ঘর ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার ঘটনার খবর পেয়ে উদয়পুর দমকল বাহিনীর কর্মীরা দ্রুত সোনামুড়া চৌহমুনী এলাকায় ছুটে আসে। কিন্তু এই এলাকায় আসার পর দমকলের গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি। জানা যায় এলাকার রাস্তা অনেকটাই সরু হওয়ার কারণে তাদেরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় জাতীয় সড়কে । পরবর্তী সময় এই এলাকার পার্শ্ববর্তী একটি বাড়ির পুকুরে পাম্প মোটর লাগিয়ে দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনার খবর পেয়ে দ্রুত বিদ্যুৎ পরিষেবা ছিন্ন করা হয় গোটা সোনামুড়া চৌমুহনী এলাকায়। যদি সময়মতো দমকলের কর্মীরা ঘটনাস্থলে ছুটে না আসত তাহলে পার্শ্ববর্তী সমস্ত বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে যেত বলে অভিমত এলাকাবাসীদের। এলাকাবাসীর দাবি যদি রাস্তা বড় হতো তাহলে খুব সহসাই দমকলের কর্মীরা ওই বাড়িতে ছুটে যেতে পারতেন । কিন্তু বর্তমানে আগুন লাগার ফলে অনেকটাই ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। দমকল বাহিনী দের দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service