2024-11-07
agartala,tripura
রাজ্য

আজ থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবারে রক্তদান কর্মসূচি পালন করা হবে – প্রতিমা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- এই মহামারীর পরিস্থিতিতে কেউ যেন রক্তের অভাবে মারা না যায় সেদিকে লক্ষ রেখে আজ ৬ আগরতলা ওবিসি মোর্চার উদ্যোগে আগরতলা জিবি হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এর আগেও আমরা প্রত্যেক রবিবার রাজ্যের চারটি হাসপাতালে রক্তদানের কর্মসূচি পালন করেছি। মোদী সরকারের ৭ বছর পূর্তি উপলক্ষে এবং মোদী ২ সরকারের ২ বছর পূর্তি উপলক্ষে শাসক দলের বিভিন্ন শাখা সংগঠন রক্তদান কর্মসূচি পালন করেছে। বিগতের ন্যায় আজ থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবারে রাজ্যের হাসপাতালগুলিতে ১০ জন করে রক্তদাতা নিয়ে রক্তদান কর্মসূচি পালন করা হবে। তাছাড়া তিনি বলেন রাজ্যের ব্লাড ব্যাঙ্কে যেন রক্তের অভাব না পরে তার জন্য এই পদক্ষেপ এবং কেউ যেন রক্তের অভাবে মারা না যায় , জনগণের কল্যাণের স্বার্থেই এই কর্মসূচির আয়োজন বলে অভিমত ব্যাক্ত করেন তিনি। এদিনের কর্মসূচিতে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত করা যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service