জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :- চিফ মিনিস্টার কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের উদয়পুরে শুভ উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । শনিবার উদয়পুর মহাদেব বাড়ি সংলগ্ন রবীন্দ্র,নজরুল, সুকান্ত মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এ স্কিমের মাধ্যমে রাজ্যের প্রায় সাত লক্ষ গরিব অংশের মানুষকে সহযোগিতা করা হবে। এর মাধ্যমে চাল, ডাল, আলু, পিয়াজ সহ অন্যান্য সামগ্রী রেশনের মাধ্যমে বিতরণ করা হবে। গোমতী জেলার উদয়পুর মহকুমার স্বার্থে এই স্কিমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী বলেন প্রায় ২৫ টি অটো রিক্সা গাড়ি দিয়ে রাজ্যের বিভিন্ন রেশন শপের মাধ্যমে এই খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে । এই ক্ষেত্রে ব্যয় হবে প্রায় ৮০ কোটি টাকা। এদিন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী বলেন বিচিত্র পরিস্থিতির শিকার হয়েছে মানুষ। আর এই মুহূর্তে যারা আলোচনা সমালোচনা করছে তাদের বহর জানে রাজ্যের মানুষ।কারণ তারা প্রাকৃতিক দুর্যোগ পর্যন্ত মোকাবিলা করতে পারেনি। দেশ বা রাজ্যের জন্য তাদের কোন ধরনের ভূমিকা নেই। শুধুমাত্র বিভ্রান্ত ছড়াচ্ছে এখন তারা। যখন দেশে এমন একটা পরিস্থিতিতে চলেছে তখন তারা বিভ্রান্ত ছড়িয়ে মানুষকে দিশাহীন রাস্তা দেখাচ্ছে। এভাবে মানুষকে বিভ্রান্ত করা যাবে না উদয়পুরে। এই ধরনের মানসিকতা সৃষ্টি করা অত্যন্ত লজ্জাজনক বলে নিন্দা জানালেন পরিবহনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্যে অনেক বছর এভাবে বিভ্রান্ত ছড়িয়ে বিনাশ করেছে তারা। কিন্তু এখন বর্তমান সরকারের আমলে মানুষ স্বনির্ভর হতে শুরু করেছে। তারা বিগত দিনে শুধু জনগণকে ক্ষেপিয়ে তোলা ,আর আন্দোলনে নামে নিজেদের ঘর সাজানোই করত। তারা কোনদিন রাজ্যের প্রশংসা করেনি। এখন মানুষ তাদের থেকে দূরে সরে গেছে। তাই এখন তাদের বিভ্রান্ত ছাড়া আর কোন বিকল্প পথ নেই বলে জানান তিনি। সরকারের কাছে যা আছে, তা জনগণের কাছে যাবে। আগের মতো কোনো পার্টি অফিসে যাবে না। আপনাদের সরকার আপনাদের কাছে আছে। মন্ত্রী বলেন উদয়পুর মহকুমার 126 টি ন্যায্য মূল্যের দোকান এর খাদ্য সামগ্রী দেওয়া হবে। যদি কোন কারণে ভুলবশত কোন মানুষ না পেয়ে থাকে তাহলে তারা পরবর্তী সময় পেয়ে যাবে বলে তিনি আশ্বস্ত করেন। কিন্তু এর মাঝে যারা গোটা রাজ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন রাজ্যের মানুষ তাদের ক্ষমা করবে না বলেও তিনি মন্তব্য করেন। এদিন অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেব রায়, শীতল চন্দ্র মজুমদার, জেলাশাসক এবং মহকুমা শাসক সহ অন্যান্যরা।
janatar kalam Blog রাজ্য চিফ মিনিস্টার কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের উদয়পুরে এর শুভ উদ্বোধন করলেন পরিবহনমন্ত্রী প্রণজিৎ
Leave feedback about this