জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরা করার যে ডাক দিয়েছেন, সে ডাকে সাড়া দিয়ে আরক্ষা দপ্তরের পুলিশ প্রশাসন সরকার আসার পর থেকেই রাজ্যজুড়ে নেশা বিরোধী অভিযান জারি রেখেছেন আর তাতে সাফল্য পেয়েছেন, কিন্তু আগরতলার লাগোয়া লঙ্কামুরা এলাকায় রমরমা নেশা ব্যবসা চালিয়ে যাচ্ছে অবৈধ নেশা ব্যবসায়ীরা তারই পরিপ্রেক্ষিতে শনিবার লঙ্কামুড়া এলাকার নারী-পুরুষ পশ্চিম থানায় নামধাম দিয়ে ডেপুটেশন প্রদান করেন নেশা ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। লংকামুড়া এলাকার বিগত অনেক বছর ধরে নেশা ব্যবসায়ীদের কারণে ওই এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে এসে পৌঁছেছে। ওই এলাকার জনগণ এই ব্যাপারে অনেকবার থানার দ্বারস্থ হওয়ার পর ও নাসা ব্যবসায়ীদের পুলিশ কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করেনি এমনকি এলাকার বিধায়ক ডক্টর দিলীপ দার এলাকার জনগণের সাথে কোনরকম যোগাযোগ নেই বলে অভিযোগ করেন এলাকাবাসী। লংকা মুড়া এলাকাবাসীরা অবৈধ নেশা ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বললে পরেই তাদেরকে মিথ্যা অভিযোগে ফাসানো হবে বলে জানান এলাকাবাসী। লঙ্কামুরা এলাকাবাসীরা বিগত অনেকবার ওইসব নেশা ব্যবসায়ীদের ধরিয়ে দিয়েছিলেন কিন্তু তার পরের দিনই আবার পুলিশ তাদের ছেড়ে দেয় পুলিশ সেই জায়গায় নীরবতা পালন করছে বলে জানান এলাকাবাসী তাই তারা না পেরে শেষ পর্যন্ত পশ্চিম মহিলা থানায় নাম দিয়ে তাদের বিরুদ্ধে করে মামলা করে ডেপুটেশন প্রদান করেনপুলিশ যাতে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন তার আবেদন রাখেন লঙ্কামুড়া বাসি।
Leave feedback about this