জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গতকাল পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরের কলকলিয়া, গজারিয়া ,হরিণখোলা সহ তিনটি গ্রামে মোট প্রায়ই ৩০টি বাড়িতেই হামলা করেছে বিজেপি বাইক বাহিনী বলে অভিযোগ। আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমনি অভিযোগ তোলেন মোহনপুর সিপিআইএম নেতারা। মোট দুই দফায় হামলা চালানো হয় বলে জানান পশ্চিম ত্রিপুরা সিপিআইএম রাজ্য সম্পাদক রতন দাস। তাদের অভিযোগ গতকাল মোহনপুর এলাকায় সিপিআইএম নেতারা ত্রাণ বণ্টন করেছিল এবং মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছিল সাধারণ মানুষদের মধ্যে। ঠিক তখনি হঠাৎ বিজেপি বাইক বাহিনী এসে তাদের উপর আক্রমণ করে সংঘটিত করে বলে জানান তিনি।রতন দাস আরও জানান, সে বাইক বাহিনী হুমকি দিয়ে যান মোহনপুরে থাকতে হলে সিপিএম করা যাবে না। কোনরকম মিছিল মিটিং করা যাবে না, এবং তাদের অনুমতি ছাড়া সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো যাবেনা। আর যদি তারা এটা রা।,তাহলে এর পরিণাম ভালো হবে না। এ ঘটনা নিয়ে আজ পশ্চিম জেলার অতিরিক্ত এসপি সঙ্গে দেখা করেন সিপিআইএম নেতৃত্বরা এবং এইরকম বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান সিপিআইএম দলের পক্ষ থেকে।
রাজ্য
মোহনপুরে থাকতে হলে সিপিএম করা যাবে না বিজেপির হুমকি : রতন দাস
- by janatar kalam
- 2021-06-12
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this