2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাতসকালে

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- সড়ক দুর্ঘটনার জন্য কোন কমতি নেই । আজ শুক্রবার সাত-সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের ৩৬ মাইল এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, আজ সকাল আনুমানিক ৭ টা নাগাদ আমবাসা থেকে আগরতলার দিকে যাওয়ার উদ্দেশ্যে হঠাৎ সকাল আনুমানিক ৭ টা নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন ৩৭ মাইল এলাকায় TR01AC 1834 নম্বরের একটি LPG গ্যাসের ট্যাংকার গাড়ি ৩৬ মাইলে জাতীয় সড়কের মধ্যেই উল্টে খায় । তীব্র বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে আসে । খবর যায় মুঙ্গিয়াকামী থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাহিনী । এই সড়ক দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত দু’পাশে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী ছোট বড়ো লরি । যদিও উল্লেখ্য, এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায় নি । তবে জানা যায়, গাড়ির চালকের তীব্র নেশায় আসক্ত থাকার দরুনই সাত সকালে এই সড়ক দুর্ঘটনা ঘটে । জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত এই ৬ চাকা LPG বুঝাই ট্যাঙ্কারটির চালকের নাম ঝিন্টু দত্ত (৪১) । বাড়ি লালগিরী থানাধীন বীরগঞ্জ এলাকায় ।।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service