জনতার কলম ,ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি :- গোটা রাজ্য জুড়ে বন্ধুর নাম সুদীপ সংস্থাটি প্রতিদিন ত্রাণ সামগ্রী থেকে শুরু করে বাড়ি বাড়ি সেনিটাইজার করা এবং মুমূর্ষ রোগীকে সাহায্য করা এই সকল সামাজিক কাজে এই সংস্থার কর্মীরা প্রতিদিন এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সেইমতো উদয়পুর মহকুমায় প্রতিদিন চলছে এই ধরনের সামাজিক কাজ। শুক্রবার দুপুরে একদিনের সফরে উদয়পুরে আসেন রাজ্যে শাসকদলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। উনার সাথে ছিলেন বিধায়ক আশীষ কুমার সাহা সহ আরো অনেকে। বন্ধুর নাম সুদীপ সংস্থার উদয়পুর এর প্রধান কার্যালয় রমেশ চৌমুহনীতে এসে তিনি তার অনুগামীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং কিভাবে আগামী দিন কাজ করতে হবে তা নিয়ে রূপরেখা তৈরি করে দেন। পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন বন্ধুর নাম সুদীপ সংস্থার আইকন তথা বিধায়ক সুদীপ রায় বর্মন , সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন বৃহস্পতিবার রাতে মির্জা এলাকায় বন্ধুর নাম সুদীপ সংস্থার এক কর্মীকে মারধর করা হয় পাশাপাশি তার বাড়িতে থাকা গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনার সাথে বাইক বাহিনী জড়িত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি আইনিভাবে তা মোকাবেলা করা হবে বলে তিনি জানিয়ে দেন। এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে রাখা হচ্ছে বলে তিনি জানান এবং হুঁশিয়ারি দিয়ে রাখেন আগামী দিন তার কড়ায়-গণ্ডায় হিসাব করা হবে।
পরবর্তী সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুদীপবাবু কে প্রশ্ন করা হয় ত্রিপুরা নিয়ে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নিতে গিয়ে ,সেই বিষয়ে তিনি জানান এরাজ্যে সব দলেই আসতে পারে। তার জন্য তৃণমূল কংগ্রেসের ভাবনা চিন্তা করার ফলে তাতে কোনো আপত্তি নেই উনার।
কিন্তু এদিন সুদীপবাবুর উদয়পুর সফরকে কেন্দ্র করে রীতিমতো প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে রাখলেন যারা বন্ধুর নাম সুদীপ সংস্থার কর্মীদের কে আক্রমণ এবং হুমকি দিচ্ছে তাদেরকে আগামী দিন বুঝে নেয়া হবে। পাশাপাশি তিনি বলেন এই সকল ঘটনা যারা ঘটাচ্ছে তারা সমাজের একেবারে কিট বলে উল্লেখ করেন তিনি । সব মিলিয়ে এদিনের উলিপুরের সফরকে কেন্দ্র করে সুদীপ বর্মন এর অনুগামীদের মধ্যে এক বিশেষ উল্লাস ও উন্মাদনা লক্ষ্য করা যায় উদয়পুর রমেশ চৌহমুনী এলাকায়।
Leave feedback about this