2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বাঘের ছানা উদ্ধার

জনতার কলম ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি :- বনের বাঘের ছোট ছানা প্রকাশ্য লোকালয়ে ধানি জমিতে । শুক্রবার বিকেলে কাকড়াবন বিপিন নগর কলোনি গ্রামের বাসিন্দা বাবুল অধিকারী বাড়ির পাশে একটি ধানি জমিতে বাঘের ছোট ছানা টিকে দেখতে পায় গ্রামবাসীরা। গ্রামের লোকজন বাঘের ছানাটিকে ধরার জন্য গোটা জমিতে দৌড়ঝাঁপ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর গ্রামবাসীদের হাতে ধরা পড়ে এই বাঘের ছানাটি। পরবর্তী সময় স্থানীয় কাকড়াবন বন দফতরে অফিসে খবর দেওয়া হয়। বনদপ্তর এর কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বাঘের ছানাটিকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে এত ঘন বসতি এলাকায় বনের ভেতর থেকে এ বাঘের ছানা বেরিয়ে আসলো। যদিও ছানাটি জমিতে আসার ফলে তাকে ধরতে পেরেছে গ্রামবাসীরা । কিন্তু গ্রামবাসীদের মধ্যে এখন বর্তমানে ভয়ের আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসীদের বক্তব্য এই জমির আশপাশ এলাকায় থাকতে পারে বাঘিনী। রাতের অন্ধকারে কীভাবে তারা গ্রামের ভেতর বসবাস করবে তা নিয়ে চিন্তার ভাঁজ গ্রামবাসীদের মধ্যে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service