জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ভারতবর্ষের ট্রেড ইউনিয়নগুলি সিদ্ধান্ত গ্রহণ করে দেশের মানুষের গুরুত্বপূর্ণ সমস্যাগুলি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠির মাধ্যমে অবগত করে সমাধানের দাবি জানানো হবে। সেই মোতাবেক দেশের বিভিন্ন স্থান থেকে জেলাশাসকের মাধ্যমে ডেপুটেশন প্রদান করা হলেও ত্রিপুরা রাজ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের সন্ত্রাসের কারণে বহু জায়গায় ডেপুটেশন প্রদান করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে সি আই টি ইউ। শুক্রবার সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ তুললেন সি আই টি ইউ সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। তিনি বলেন, ১ জুন থেকে ডেপুটেশনে দেওয়া শুরু হলেও, করোনা কারফিউ এবং সন্ত্রাসের জন্য সমস্ত জায়গায় ডেপুটেশন প্রদান করা যায় নি। পানিসাগর মহকুমা রুয়া গ্রাম পঞ্চায়েত এবং ডুকলি ব্লক অন্তর্গত ডেপুটেশন প্রদান করতে বাধার মুখে পড়তে হয় সি আই টি ইউ কর্মীদের। এর মধ্যে কমলপুরের দুর্গা চৌমুহনী ব্লকের ডেপুটেশন গ্রহণ করায় ব্যপক ক্ষোভের মুখে পড়ে বিডিও। পানিসাগরের রোয়াগাও পঞ্চায়েতের প্রধান ডেপুটেশন প্রদানকারীদের মোবাইল ছিনিয়ে নেয়। ডুকলী ব্লকের দুটি স্থানেও অনুরূপ ভাবে আক্রমণ করা হয়। কিন্তু বাধাকে উপেক্ষা করে সি আই টি ইউ রাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে যাবে বলে জানান তিনি। তিনি বলেন কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন নিয়ে প্রথম থেকেই দেশবাসীর সাথে গাফিলতি করে চলেছে। সঠিক সময় মতো ভ্যাকসিনে জন্য নির্দেশ দেন নি কেন্দ্রের মোদি সরকার। ভ্যাকসিনের দিকে বিশ্বের অন্যান্য দেশ থেকে পিছিয়ে আছে ভারত। এতদিনে মাত্র ৩.৩ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় এসেছে। দেশের মোদি সরকার কখনো ভ্যাকসিনের গুরুত্ব অনুভব করে নি। কারণ সরকার চেয়েছিল কর্পোরেটদের ভ্যাকসিনের দায়িত্ব তুলে দিতে। কিন্তু দেশে আগামী অক্টোবর মাসে করোনার তৃতীয় ঢেউ চলে আসছে। সরকারের কাছে দাবি জানানো হয় ভ্যাকসিন যাতে বিনামূল্যে সার্বজনীন করা হয়। তারপরও সরকার এখনো কার্যকরী ভূমিকা গ্রহণ করে নি। দেশের রাষ্ট্রীয় সংস্থাগুলিকে ভ্যাকসিন উৎপাদনের কাজে লাগাচ্ছে না। সবটাই সরকার কর্পোরেটদের স্বার্থে করে চলেছে। এতে দেশের চিকিৎসার পরিষেবা ভেঙে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
janatar kalam Blog রাজ্য ডেপুটেশন প্রদান করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে সি আই টি ইউ – শংকর প্রসাদ দত্ত
Leave feedback about this