জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বর্তমানে মহামারীর পরিস্থিতিতে কোন মানুষ যেন রক্তের অভাবে মারা না যায় সেদিকে লক্ষ রেখে বিভিন্ন ক্লাব এবং সংঘ রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তদানের মত মহৎ কর্মসূচি পালন করে চলছে। এখন জনগণের স্বার্থে এই মহৎ কাজের ধারা অব্যাহত রাখতে এগিয়ে এসেছেন হেপাটাইটিস ফাউণ্ডেশন অফ ত্রিপুরার। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার হেপাটাইটিস ফাউণ্ডেশন অফ ত্রিপুরার পক্ষ থেকে আগরতলা জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে ডঃ প্রদীপ ভৌমিক এর নেতৃত্বে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এদিনের কর্মসূচিতে রাজ্যের বিশিষ্ট চিকিৎসক বক্তব্য রাখতে গিয়ে ডঃ প্রদীপ ভৌমিক বলেন রাজ্য সরকারের আহবান অনুসারে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং তিনি ১৫ দিন অন্তর অন্তর যেন এই রক্তদানের আয়োজন করা যায় সেদিকে লক্ষ রাখবেন বলে জানান তিনি। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউণ্ডেশন অফ ত্রিপুরার অন্যান্য কর্মকর্তারা।
janatar kalam Blog রাজ্য ১৫ দিন অন্তর যেন রক্তদানের আয়োজন করা যায় সেদিকে লক্ষ রাখা হবে – ডঃ প্রদীপ ভৌমিক
Leave feedback about this