জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- চুরের তান্ডবে তঠস্থ রাজধানী বাসি। প্রতিদিনই কোন না জায়গায় চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসন নির্বিকার। আজ অবধি চুর আটক করতে সফল হয়নি রাজ্য পুলিশ। কিন্তু আজ সুভাগ্যবশত রামনগর রোড নং ৯ এ দিনে দুপুরে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেলো এক চুর । খবর দেওয়া হয় পুলিশে এবং পুলিশ এসে চুরটিকে নিয়ে যায়। এদিনের ঘটনার প্রসঙ্গে বাড়ির মালিক সংবাদ মাধ্যমকে জানায় কর্মসূত্রে সে বাড়ির বাইরে থাকে দীর্ঘদিন ধরেই , বাড়িতে এসে প্রতিবারই দেখতে পায় বাড়ির কোন না কোন জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে চুরের দল। এদিনও তিনি কর্মসূত্রে বাইরে গিয়ে ফিরে এসে দেখতে পায় চোরটি তার ঘরে হানা দিয়েছে এবং ভয়ে সে নিজেকে স্নানাগারে বন্দি করে নেয় লুকানোর উদ্দেশ্যে তা জানতে পেরে বাড়ির মালিক স্নানাগারটি বাইরে থেকে লক লাগিয়ে এলাকাবাসীকে ডেকে এনে চুরটিকে ধরে পুলিশের হাতে তুলে দেয় বলে জানান। তাছাড়া তিনি রামনগর ৯নং এলাকার মত জায়গায় প্রতিদিন চুরির ঘটনা ঘটে চিন্তার বিষয় বলে অভিহিত করেন এবং পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ব্যাক্ত করলেন তিনি। এদিনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
Leave feedback about this