জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহামারীর পরিস্থিতিতে গরিব মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে উঠে এসেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক ব্যাক্তিত্ব ও। রাজ্য বিধানসভার শাসক দলের নেতৃত্বদের মধ্যে অনেকেই এই মহৎ কাজে হাত বাড়িয়েছেন কিন্তু এর মধ্যে অন্যতম একজন যিনি অনুরাগীদের জন্য দেবতার সমান ইনি আর কেউ নন তিনি হলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। যার নামকে সামনে রেখে অনুরাগীরা গরিব মানুষের সাহাযার্থে নেমে পড়েছেন মাঠে , বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন অনেকবার তা সত্ত্বেও না থেমে চালিয়ে গেছেন মানুষের সেবা। এই সেবামূলক কাজ থেকে বিরত থাকলেন না রাজ্য বিধানসভার আরেক বিধায়ক আশিস সাহা , তিনিও বন্ধুর নাম সুদীপ এই স্বেচ্ছেসেবী সংগঠনের ছায়া তলে গরিব মানুষের সাহাযার্থে হাত বাড়ালেন। তারই পরিপ্রেক্ষিতে বন্ধুর নাম সুদীপ অনুগামীরা আজ শ্যামলী বাজার বিপণি বিতান মার্কেটে অটোরিকশা শ্রমিক ভাইদের খাদ্য সামগ্রী বিতরণ করেন, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা সহ অন্যান্যরা। এদিন বিধায়ক আশিস সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন এবং এরা যেভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ গরিব অংশের মানুষদের এই করোনা পরিস্থিতিতে উদ্যগ নিয়েছেন তা আগামীদিনেও জারি থাকবে বলে আশা ব্যাক্ত করেন।
Leave feedback about this