2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পুরনিগমের প্রাক্তন কাউন্সিলদের পক্ষ থেকে পুরনিগম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান

জনতার কলম ত্রিপুরা , আগরতলা , প্রতিনিধি :- সম্প্রতি দ্বিতীয় এবং তৃতীয় ডিপি আর ভক্ত ৬১৪৩ টি ঘরের তালিকা বাতিলের জন্য দেওয়া হয়েছে। মঙ্গলবার এরই পরিপ্রেক্ষিতে আগরতলা পুরনিগমের প্রাক্তন কাউন্সিলদের পক্ষ থেকে আগরতলা পুরনিগম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের পর প্রতিনিধিদলের প্রাক্তন ডেপুটি মেয়র সমর চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় পুর নিগম এলাকার যাদের ঘর দেওয়া হয়েছিল তাদের মধ্যে ৬,১৪৩ টি ঘর বাতিল করার জন্য একটি নোটিশ বের হয়েছে। বিষয়টি আগামী ১১ জুনের মধ্যে জানানোর জন্য বলা হয়েছে। তাই মানবিক দৃষ্টিভঙ্গির সাথে বিবেচনা করার পর ইতিমধ্যে বাতিল না করার জন্য দাবি জানানো হয়েছে। কারণ ঘর প্রাপকরা গরিব অংশের মানুষ। আগরতলা পুর নিগমের কমিশনার সিদ্ধার্থ সিব জয়সওয়ালকে বিষয়টি জানানো হয়েছে যাতে ১১ জুন সময় সীমা বাতিল করার জন্য। প্রত্যেক ঘরে প্রাপককে ব্যক্তিগতভাবে নোটিশ দিতে হবে। আগামী দেড় থেকে দুই মাস সময়সীমা বাড়িয়ে দিতে হবে ঘর প্রাপকদের বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service