2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে রেডক্রস সোসাইটি কে প্রদান করা হল অ্যাম্বুলেন্স

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে রেডক্রস সোসাইটি কে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়।এম্বুলেন্স টি রেডক্রস সোসাইটির এর পক্ষ থেকে আগরতলা টি এম সি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন।উপস্থিত ছিলেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্যের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস ও ত্রিপুরা মেডিকেল কলেজের প্রফেসর তথা বিজেপি রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা ও ত্রিপুরা মেডিকেল কলেজের সুপার ডাক্তার অরিন্দম দত্ত,ত্রিপুরা মেডিকেল কলেজের সি ও রিটার্ড আই এস স্বপন সাহা। এদিন রাজ্য বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা জানান ত্রিপুরা মেডিকেল কলেজে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসার পরিসেবা দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে কোভিড সেন্টার খোলা হয়েছে তাই এই হাসপাতালে গুরুত্ব অনেক বেশি বেড়ে গিয়েছে,। ত্রিপুরা মেডিকেল কলেজে রোগীদের আসা যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে তাই রেডক্রস সোসাইটির পক্ষ থেকে এই ধরনের কর্মসূচিকে তিনি সাধুবাদ জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service