জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে মহামারীর পরিস্থিতিতে নেশার কারবার রমরমা ভাবে চালিয়ে যাচ্ছে নেশা কারবারিরা। এর ভিত্তিতে রাজ্যের পুলিশ প্রশাসন প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে। তারই জেরে বেশ কিছুদিন পূর্বে বটতলা বাজরের এক ব্যবসায়ীর দোকানে ও বাড়িতে অভিযান চালিয়ে উদ্দার করেছিল বেশ কিছু পরিমান অবৈধ নেশা সামগ্রীসহ নগদ অর্থ। এর রেশ কাটতে না কাটতেই গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানার এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দেয় জসিম উদ্দিন নামক জনৈক এক ব্যাক্তির বাড়িতে এবং সাথে বটতলা দোকানে। প্রশাসনের সন্দেহ ছিল জসিম উদ্দিন অবৈধ কাজের সাথে জড়িত ছিল। বাড়িতে যখন এসডিপিও হানা দেয় সেখান থেকেই জানা যায় ওনার যে দোকান বটতলায় রয়েছে তা ভাড়ায় রয়েছে। ঘটনাস্থলে এসডিপিওর বক্তব্য গোপন খবরের ভিত্তিতে এই তল্লাশি কিন্তু এখনও কোন কিছুই উদ্ধার হয়নি আপাতত। আসলেই কি জসিম উদ্দিন প্রশাসনের সন্দেহমত অবৈধ কারবারের সাথে জড়িত নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য রহস্য ?
janatar kalam Blog রাজ্য গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানার এস ডি পিও নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী হানা দেয় জসিম উদ্দিনের বাড়ি এবং বটতলা দোকানে
Leave feedback about this