2024-12-18
agartala,tripura
রাজ্য

মানুষের জীবন সুরক্ষার দায়িত্ব মানুষ নিজেই, সেটাই মানুষকে বোঝানোর চেষ্টাই অপরাধ হয়ে গেছে – ভানুলাল সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট ঘিরে রাজ্যের রাজনীতিতে সৃষ্টি হয়েছে সমীকরণ। বিরোধী দলের বিধায়ক ভানুর সাহার বিরুদ্ধে রাজ্যের দশটি থানায় মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার আমতলী থানায় পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য যেতে হয় আমতলী থানায়। পুলিশ দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বের হয়ে আসেন বিধায়ক ভানু লাল সাহা সহ দুই আইনজীবী। পরে বিধায়ক ভানু লাল সাহা বলেন, এ ধরনের মামলা দায়ের করা শুধুমাত্র বিরোধী দলের নেতৃত্ব দেন দুর্ভোগ করার সমান। এসব মামলা আদালতে নিয়ে গেলে তেমন কিছু হবে না। আর দুর্ভোগ নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে তেমন কোন প্রতিক্রিয়া নেই বলে জানালেন বিধায়ক ভানুলাল সাহা। কারণ রাজ্যে আইনের শাসন নেই। সেটাই মানুষকে বোঝানোর চেষ্টা হয়েছিল এবং মানুষের জীবন সুরক্ষার দায়িত্ব মানুষ নিজের। আর এটা বলায় অপরাধ হয়ে গেছে। তাই সিআরপিসি অনুযায়ী ধারা লাগানো হয়েছে বলে জানান তিনি। এদিকে আইনজীবী ভাস্কর দেববর্মা জানান সামাজিক মাধ্যমে বক্তব্যকে কেন্দ্র করে যেভাবে অগণতান্ত্রিকভাবে মামলা দায়ের করা হয়েছে। স্বৈরাচারী মনোভাবের সাথে যদি অপদার্থতার সংমিশ্রণ হয় দ্বিগুণ কুৎসিত হয়। এর পেক্ষাপট হলো এই মামলাগুলি। অর্থাৎ এই মামলাগুলির কোন ধরনের তাৎপর্য নেই বলে জানান তিনি। প্রবীণ নেতৃত্বদের এ ধরনের দুর্ভোগের জন্য আইনি প্রতিকার চাওয়া হবে। চাওয়া হবে ক্ষতিপূরণও। এর দায়ভার নেবে রাজ্য সরকার। এভাবেই হুঁশিয়ারি দিলেন আইনজীবী ভাস্কর দেববর্মা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service