এন আর সি, সি এ এ , এন পি আর নিয়ে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজধানীর গেদু মিয়া মসজিদে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় , বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুফতি তৈয়িবুর রাহমানসহ অন্যান্য কর্মকর্তারা। গত 21 ও ২২শে ফেব্রুয়ারী জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে মুম্বাই আজাদ ময়দানে এক সমাবেশ করা হয় । সমাবেশে বিভিন্ন ধর্মের ব্যক্তিবর্গ এবং ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলের প্রতিনিধিরা এন আর সি , সি এ এ , এন পি আর নিয়ে বক্তব্য রাখেন। তাদের দাবি হলো দেশের গণতন্ত্রের উৎকর্ষতা বৃদ্ধির জন্য কাজ করা , ভারতের সংবিধানের ছায়া তলে মানবতার উপর ভিত্তি করে ধর্ম ভাষা এবং রং রূপের বৈষম্য না করে সব ধর্ম তথা সকল নাগরিককে ভয় ভীতি ও হীনমন্যতা থেকে মুক্ত করা এবং এন আর সি, সি এ এ , এন পি আর এর মতো কালা কানুনকে প্রত্যাহার করা ও এমন আইন তৈরী করা যাহাতে ভারতে বসবাসকারী কোন নাগরিক যাতে নাগরিকত্ব না হারায় এবং হয়রানির শিকার যাতে না হতে হয়।
janatar kalam Home রাজ্য কালাকানুন বাতিল করে নাগরিকদের জন্য সুষ্ঠ আইন প্রণয়ন করা হোক : ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ
Leave feedback about this