2024-12-18
agartala,tripura
রাজ্য

ছোট মাল বোঝাই গাড়ি থেকে প্রচুর পরিমাণে নেশাজাতীয় দ্রব্য উদ্ধার , পলাতক গাড়ির চালক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশা বিরোধী অভিযানে আবারো বড় সাফল্য পেল রাজ্যের পুলিশ প্রশাসন। রাজ্যকে নেশামুক্ত করতে পুলিশ প্রশাসন দিবারাত্র এক করে কাজ করে গেলেও লক্ষ পূরণে ব্যার্থতায় পাচ্ছেন। রাজ্যে মহামারীর পরিস্থিতিতে করোনা কার্ফু চলাকালীন নেশা কারবারিরা রমরমাভাবে চালিয়ে যাচ্ছে নিজেদের কারবার। অভিযান চালিয়ে বেশ কিছু নেশা কারবারীকে আটক করলেও মূল অভিযুক্তকে এখনো আটক করতে সক্ষম হয়নি পুলিস। তাই রাজ্যের পুলিশ প্রশাসন নেশার বিরুদ্ধে নিজেদের অভিযান জারি রেখেছেন। জানা যায় শুক্রবার গোপন খবরের ভিত্তিতে বামুটিয়া বর্ডার সংলগ্ন তুফানিয়া লুঙ্গা এলাকা থেকে ছোট মাল বোঝাই গাড়ি থেকে প্রচুর পরিমাণে নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করে এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে এয়ারপোর্ট থানার পুলিশ। এদিন এসডিপিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সকাল প্রায় ১১টা নাগাদ গোপন সূত্রে খবর আসে যে তুফানিয়া লুঙ্গা এলাকা দিয়ে ছোট মাল বোঝাই গাড়ি থেকে প্রচুর পরিমাণে নেশাজাতীয় দ্রব্য পাচারে বেরিয়েছে এবং খবর পাওয়ার পুলিশ অভিযান চালিয়ে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে এবং সেখান থেকে যে পরিমান নেশাসামগ্রী পাওয়া গিয়েছে টা সিস্ করা হয়েছে বলে জানানোর পাশাপাশি উদ্ধারকৃত এই কফ সিরাপ এর বাজার মূল্য আনুমানিক বিষ লক্ষ টাকা হবে বলে জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service