জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিগত দিনে পাহাড়ে উন্নয়নের নামে রাজনীতি করেছে সিপিআইএম। একইভাবে বর্তমান বিজেপি সরকারও পাহাড় নিয়ে রাজনীতি করে চলেছে। রাস্তাঘাটের বেহাল দশা, কর্মচারীর অভাব, খাদ্যের অভাব, পানীয় জলের অভাব এবং সরকারি প্রকল্পগুলি বাস্তবায়নের অভাব রয়েছে। সম্প্রতি পাহাড়ে তিপরা পার্টি ক্ষমতায় এসেছে। তাদেরও কাজ করতে দিচ্ছে না বিজেপি ও আইপিএফটি সরকার। পরোক্ষভাবে পাহাড়ে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি। কিন্তু ক্ষমতায় আসা তিপরা পার্টি কাজ করতে চাইছে। এবং ভিলেজ কমিটি গঠন করতে দিচ্ছে না। ইতিমধ্যে গত কয়েকদিন যাবত সন্ত্রাস চালাচ্ছে বিজেপি এবং আইপিএফটি। লুট করতে সন্ত্রাসের প্রচেষ্টা তাদের। তিপরা পার্টি’কে অকেজো করে দিতে এই সন্ত্রাস করছে রাজ্যের শাসক গোষ্ঠী। এতে করে পাহাড়ে অশান্তি ডেকে আনবে। তাই এধরনের অশান্তির প্রচেষ্টা থেকে বিজেপি এবং আইপিএফটিকে সরে আসার জন্য বুধবার প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। বিজেপি এবং আইপিএফটি যদি ইতিমধ্যে সন্ত্রাস বন্ধ না করে, তাহলে মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। অশান্তি বয়ে আসবে। তাই প্রতিষ্ঠিত তিপরা পার্টির কাজে ব্যাঘাত না ঘটিয়ে তাদের কাজ করতে দেওয়া দরকার। বিজেপি ভালো করে বুঝা দরকার তারা যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে প্রতিষ্ঠিত হয়েছে তাতে তাদের উপর আর মানুষ আস্থা রাখতে পারছে না। মানুষ তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তাই সরকারকে জনস্বার্থে কাজ করার দাবি জানালেন তিনি।
janatar kalam Blog রাজ্য তিপ্রামথা পার্টি’কে অকেজো করে দিতে সন্ত্রাস করছে রাজ্যের শাসক গোষ্ঠী – পীযুষ
Leave feedback about this