নেতাজি সুভাষ চন্দ্রের ১২৪ তম জন্মদিন উপলক্ষে ৫টি বাম রাজনৈতিক দোল যৌথ ভাবে একটি সভার আয়োজন করে । রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে আয়োজিত এই সভায় প্রধান বক্তা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার । সভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন । তিনি বলেন বর্তমান সময়ে সবচেয়ে বেশি সংকটে রয়েছে কৃষকরা । কাজ খাদ্যের সঙ্গে ঋণের ভারে জর্জরিত তারা । এবং এর প্রভাব সরাসরি পড়ছে শিল্প প্রিতিষ্ঠানেও । তিনি বলেন কেন্দ্রীয় সরকারের নীতির ফলে দেশের অর্থনীতিতেও মন্দার ভারী প্রভাব পড়ছে । সভায় বক্তব্য চলাকালীন যানজটের সৃষ্টি হওয়ায় পুলিশ প্রশাসন থেকে সভা দ্রুত শেষ করার আহবান জানানো হয় । পুলিশের এই আহবানে পরিস্থিতি অনেকটা উত্তেজনার দিকে ধাবিত হচ্ছিলো তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী দলীয় কর্মী সমর্থকদের উদ্দ্যেশে বলেন , পুলিশের উপর রাগ করে লাভ নেয় । তারা আদেশ অনুসারেই কাজ করে । এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী গোপাল দাস, বামফ্রন্ট চেয়ারমেন বিজন ধর, প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর, সি পি আই এম রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ বামপন্থী অন্যান্য দলের নেতৃবৃন্দ ।
রাজ্য
মানিকের সভায় পুলিশের হস্তক্ষেপ । দ্রুত সভা শেষ করার আহ্বান পুলিশের
- by janatar kalam
- 2020-01-23
- 0 Comments
- Less than a minute
- 5 years ago
Leave feedback about this