2024-12-19
agartala,tripura
রাজ্য

পারিবারিক কলহের জেরে ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তির

জনতার কলম ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি :- পারিবারিক কলহের জেরে ফাঁসিতে আত্মহত্যা করলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম শ্যামল দেবনাথ। ঘটনা, মঙ্গলবার রাতে উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন দক্ষিন মাতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড ত্রিপুরেশ্বরী কলোনী এলাকায়। আর এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতে শ্যামল দেবনাথ নামে এক ব্যক্তি বাড়ির পাশের একটি সেগুন গাছে গলায় গামছা লাগিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে। বুধবার সকালে এই ঘটনা দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশী লোকেরা। ছুটে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান। খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। মৃত ব্যক্তি পেশায় দিনমজুর ছিলো বলে জানা যায়। পরিবারে স্ত্রী ছাড়া 13 বছরের এক ছেলে এবং 4 বছরের এক মেয়ে রয়েছে বলে জানা যায়। মঙ্গলবার রাতেও পরিবারে অশান্তি হয়েছিলো বলে জানা যায়। মৃত শ্যামল দেবনাথ এর শ্বশুর ও শাশুড়ি মিলে তার বাড়িতে এসে তাকে বেধররক মেরেছে বলে অভিযোগ। এর আগেও এমন ঘটনা আরও ঘটিয়েছে বলে জানা যায়। যার ফলে অশান্তি ও পারিবারিক কলহ থেকেই শ্যামল দেবনাথ এই ঘটনা ঘটিয়েছে বলে সকলের অভিমত।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service