জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের সড়ক দুর্ঘটনা । সড়ক দুর্ঘটনা যেন কোনো মতেই পিছু ছাড়তে চাইছে না । প্রতিদিনই কোথাও-না-কোথাও ছোট-বড়ো সড়ক দুর্ঘটনার খবর রয়েছেই সংবাদ শিরোনামে । ফের একবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক যুবক । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই এলাকায় । জানা যায় গুরুতর আহত ওই যুবকের নাম বিক্রম দত্ত । বয়স ২০ বছর । বাড়ি তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, আজ বুধবার দুপুর আনুমানিক ১২ টা ৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাজার এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে বিক্রম দত্ত নামক যুবক নিজ স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে । এতে স্কুটি থেকে ছিটকে পড়ে যায় বিক্রম দত্ত । তীব্র বিকট শব্দে ছুটে আসে পার্শ্ববর্তী লোকজন । খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের । খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য । এইদিকে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাথে সাথেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় রাজধানী আগরতলার রেফারেল হাসপাতাল জিবি তে । এইদিকে প্রতিদিন তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় ছোট-বড়ো সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার বুদ্ধিজীবি মহলজুড়ে তেলিয়ামুড়ার ট্রাফিক পুলিশ প্রশাসন ব্যবস্থাকে নিয়েও একপ্রকার রীতিমতো ক্ষোভ সৃষ্টি হয়েছে ।।
রাজ্য
যান দুর্ঘটনার শিকার এক যুবক , অবস্থা আশংকাজনক
- by janatar kalam
- 2021-05-26
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this