জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি দোকান। ঘটনা মঙ্গলবার ভোররাতে আমবাসা জাতীয় সড়কে। জানা যায় একটি মালবাহী লরি চালকের অসাবধানতায় নিয়ন্ত্রণ হারিয়ে আমবাসা পূর্ত দপ্তরের ডাকবাংলা সংলগ্ন এলাকায় ধাক্কা দেয় একটি দোকানে। দোকানটি ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে কোন কর্মী না থাকাতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। ঘটনাস্থলে আমবাসা থানার পুলিস। এদিন দোকানের কর্ণধার এ ধরণের ঘটনা এর আগেও বহুবার সংঘটিত হয়েছে বলে জানান এবং প্রতিবারই ওর দোকানের সামনেই এই ঘটনা সংঘটিত হয় বলে জানিয়েছেন। তাছাড়া রাত্রিবেলা লরি চালকরা যেভাবে বেপরোয়া হয়ে গাড়ি চালান তাতে করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে প্রবল এবং এই মুহূর্তে রাজ্যে করোনা কার্ফু চলছে প্রশাসনের টহলদারি রয়েছে রাস্তায় কিন্তু আশ্চর্যের বিষয় হল এটা যে প্রশাসনের টহলদারি থাকার সত্ত্বেও কিভাবে এই সংঘটিত হল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Leave feedback about this