2024-12-19
agartala,tripura
রাজ্য

কোভিড পরিস্থিতি নিয়ে আইনজীবীর পিটিশন সাবমিট, সরকারকে হলফনামা দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-বর্তমানে রাজ্যে মহামারীর পরিস্থিতিতে যেভাবে সংক্রমণ দিন পর দিন ঊর্ধ্বমুখী হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে সংক্রমিত রোগীরা সঠিক চিকিৎসা পরিষেবা পাচ্ছে কিনা এবং পর্যাপ্ত পরিমাণে ওষুধ পত্র অক্সিজেন এবং ভেন্টিলেশনে সুব্যবস্থা হয়েছে কিনা সে বিষয়ে আইনজীবীদের পক্ষ আইনজীবী ভাস্কর দেববর্মার পক্ষ থেকে মাননীয় উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করা হয় মাননীয় উচ্চ আদালত তাদের এই পিটিশন কে মান্যতা দিয়ে রাজ্য সরকারকে এক সপ্তাহের মধ্যে একটি হলফনামা দেওয়ার আদেশ দেন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী রোমেলা গোহ জানান বর্তমানে কোভিদ পরিস্থিতি নিয়ে উচ্চ আদালতে একটি পিটিশন দেওয়া হয়েছে এবং জাস্টিস শুভাশিস তলাপাত্র ও চিফ জাস্টিস তাদের এই পিটিশন কে মান্যতা দিয়ে সরকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং এর পরেই জানা যাবে বর্তমানে রাজ্যের চিকিৎসা পরিষেবা এবং পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service