2024-12-19
agartala,tripura
রাজ্য

বন্ধুর নাম সুদীপ এই স্লোগানকে সামনে রেখে করোনা আক্রান্ত রোগীদের বাড়ি স্যানিটাইজ করানো হয়

জনতার কলম, ত্রিপুরা , উদয়পুর প্রতিনিধি :- গোটা রাজ্য জুড়ে প্রতিদিন করোণা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। রাজ্য সরকার ইতিমধ্যেই বেশ কিছু বিধিনিষেধ লাগু করেছে গোটা রাজ্য জুড়ে। সোমবার সকালে বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বগাবাসা ও গুপি চৌমুহনী গ্রামজুড়ে প্রত্যেকটি গ্রামের বাড়ি গুলিতে সেনিটাইজার করা হয় বন্ধুর নাম সুদীপ এই স্লোগানকে সামনে রেখে করোনা আক্রান্ত বিভিন্ন রোগীদের বাড়ি থেকে শুরু করে বিভিন্ন বাড়ি ঘরে ভাইরাস মুক্ত করার জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান গোমতী জেলা পরিষদের সদস্য টিটন পাল। রাজ্যের শাসকদলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মন এর যারা অনুগামী রয়েছেন তারা প্রত্যেকে এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করছে। ইতিমধ্যে বাগমা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি চালু হয়েছে। এছাড়া যে সকল মানুষ বাড়িঘরে অসুস্থ বা করোনা ভাইরাসে আক্রান্তের শিকার হয়েছেন ঐ সকল মানুষজন যদি বন্ধুর নাম সুদীপ এই গ্রুপ কে ফোন করে তাহলে তাদের প্রয়োজন মতো বিভিন্ন সামগ্রী গুলি বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছে দেওয়া হয় বলে জানান টিটন বাবু। বন্ধুর নাম সুদীপ এই গ্রুপের এই ধরনের সামাজিকতা কাজ দেখে বাগমা বাসীদের মধ্যে কিছুটা স্বস্তির পাশাপাশি অভিনন্দন জানিয়েছে বন্ধুর নাম সুদীপ গ্রুপের প্রত্যেকটি সদস্য কে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service