2024-12-19
agartala,tripura
রাজ্য

জলের সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ২ শ্রমিকের

জনতার কলম, ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি :- নতুন জলের সেফটি ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল ২ জন শ্রমিকের । ঘটনা উদয়পুর পৌর পরিষদ ১৮ নং ওয়ার্ডের সোনামুড়া চৌমুহনী এলাকায় । রবিবার সকাল দশটা নাগাদ ঘটে এই ঘটনা। জানা যায় রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত ছিলেন এই দুইজন শ্রমিক। আজ সকালে সবজি বিক্রেতা হারাধন সাহার বাড়িতে কাজ করতে এসে শ্রমিকরা প্রথমেই জলের ট্যাংকের ভেতরে নামার জন্য ট্যাংকের উপরে থাকা বাঁশ কেটে সোজা ট্যাংকির ভিতরে প্রবেশ করে। এলাকা সূত্রে খবর আজ হারাধন বাবুর বাড়িতে জলের ট্যাংকি নতুনভাবে সেন্টারিং কাজ করার কথা ছিল। কিন্তু প্রশ্ন উঠছে কোন ধরনের সেফটি সুরক্ষা না দিয়ে কিভাবে শ্রমিকদেরকে এভাবে নামিয়ে দেওয়া হয়েছে জলের ট্যাংকির ভিতরে। রাজমিস্ত্রি তাদেরকে কোন ধরনের সেফটি পোশাক বা অক্সিজেন সিলিন্ডার দেওয়ার প্রয়োজন বোধ করেনি। একেবারে গাফিলতি ভাবে এই দুই জন শ্রমিককে কাজের গোড়ায় পাঠিয়ে দিয়েছে রাজমিস্ত্রি ।জানা যায় জলের ট্যাংকের ভেতরে প্রথম প্রবেশ করে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তি। ভেতরে প্রবেশ করার পরেই অক্সিজেন কমে আসার ফলে ছটফট করতে থাকে জাহাঙ্গীর। তাকে বাঁচানোর জন্য অপর শ্রমিক হারাধন চক্রবর্তী সাথে সাথেই জলের ট্যাংকের ভেতরে নেমে যায়। একই সাথে এই দুইজন শ্রমিক ভেতরে প্রবেশ করার ফলে অক্সিজেন না পেয়ে কয়েক মিনিটের মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে পড়ে। হঠাৎ করে ছটফট এর আওয়াজ শুনতে পেয়ে বাড়ির মালিক ছুটে আসে তাদেরকে বাঁচানোর জন্য। কিন্তু আশপাশের লোকজন এই ঘটনা জানতে পেরে সাথে সাথে ছুটে আসে তাদেরকে ঐ জলের ট্যাংকের ভেতর থেকে বাইরে উঠিয়ে নিয়ে আসার জন্য। কিন্তু বহু চেষ্টার পরেও তাঁদেরকে ভেতর থেকে তোলা সম্ভব হয়নি। পরবর্তী সময় উদয়পুর দমকল দপ্তরে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। পরে দমকল কর্মীরা দড়ি লাগিয়ে এবং অক্সিজেন সিলিন্ডার পরিধান করে একজন দমকল কর্মী নিচে নেমে দুই জন শ্রমিককে উপরে তুলে নিয়ে আসে। পরবর্তী সময় সাথে সাথেই দুই জন শ্রমিককে গোমতী জেলার টেপানিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত দুজন শ্রমিক জাহাঙ্গীর হোসেন বয়স ৩৮ বছর ও হারাধন চক্রবর্তী বয়স ৫০ । তাদের প্রত্যেকের বাড়ি উদয়পুর 2 নং ফুলকুমারী স্থিত বনদোয়ার এলাকায়। ২ শ্রমিকের মৃত্যুর ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে দুই পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের প্রত্যেকটি সদস্য। পুলিশ সূত্রে খবর রাধাকিশোরপুর থানার পুলিশ একটি অস্বাভাবিক মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এই দুইজন শ্রমিকের মৃত্যুর ঘটনায় গোটা উদয়পুর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service