2024-12-19
agartala,tripura
রাজ্য

করোনা কার্ফু চলাকালীন চলছে পুলিশ প্রশাসনের চেকিং অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে গোটা বিশ্বের সাথে রাজ্যের অবস্থাও নাজেহাল। এই মহামারী সংক্রমণ প্রতিরোধ করার লক্ষ্যে রাজ্য সরকার এবং প্রশাসন রাজ্যে করোনা কারফিউ জারি করেন। তাছাড়া এই কারফিউ চলাকালীন বিনা প্রয়োজনে ঘর থেকে না বেরোনোর আদেশ জারি করেন, কিন্তু তা সত্বেও করোণা কারফিউর ৫ম দিনেও রাজধানী আগরতলা শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় মানুষ ঘর থেকে বের হচ্ছেন তাই বিশেষ কোনো কাজে নাকি অপ্রয়োজনে বেরিয়েছেন তা খতিয়ে দেখার উদ্দেশ্যে শহরের বিভিন্ন জায়গায় নাকা বসানো হয়েছে এবং গাড়ি, বাইক, স্কুটি বিভিন্ন যানবাহন চেকিং করা হচ্ছে। এদিন এক পুলিশ আধিকারিক বলেন আননেসেসারি যে দোকানগুলো খোলা হয়েছিল তাদেরকে ডিটেইন করা হয়েছে এবং যে সমস্ত গাড়ি আটক করা হয়েছে তাদেরকে চেকিং করা হচ্ছে এবং যারা কাগজপত্র দেখাতে পারছেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে বলো জানান তিনি। করণা কার্ফু চলাকালীন শহরের বিভিন্ন জায়গায় কড়া মনোভাব নিয়ে পুলিশ প্রশাসন নিজেদের কর্তব্যে সচল থাকলেও রাজধানী আগরতলা শহরের বিভিন্ন অলিগলি গুলোতে যেসব আননেসেসারি দোকানপাট খোলা রয়েছে হাফ শাটার করে হাফ দরজা বন্ধ করে। সেই দোকানপাট গুলোতে কিন্তু পুলিশ প্রশাসনের সেই রকম ভূমিকা দেখা যাচ্ছে না। তাই প্রশাসনকে এ বিষয়ে গুরুত্বপূর্ন পদক্ষেপ নেওয়ার আহবান অভিজ্ঞ মহলের একাংশের।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service