জনতার কলম, ত্রিপুরা , উদয়পুর প্রতিনিধি :- আগরতলা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে উদয়পুরে আসার পথে বাগমা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় আসতেই জাতীয় সড়কের উপর থাকা এক উপজাতি যুবক রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কনভয়ের মধ্যে প্রাইভেট গাড়ি প্রবেশ করিয়ে দেয় । বারবার মন্ত্রী এসকর্টের গাড়ি ওই যুবকটির গাড়িকে রাস্তার মাঝ পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য বলতে থাকে। কিন্তু তখনও ওই যুবক বারবার গাড়িটিকে সামনের দিকে এগিয়ে এবং পিছিয়ে নিয়ে নিয়ে মন্ত্রীর কনভোকে বারবার আটকানোর চেষ্টা করে। পরবর্তী সময় গাড়িটিকে ধরার জন্য ধাওয়া শুরু করে মন্ত্রীর স্কট গাড়ি। সূত্রের খবর পরবর্তী সময়ে মন্ত্রীর সাথে থাকা ওনার ব্যক্তিগত সহকারী দেহরক্ষীকে বলে গাড়িটিকে আটক করার জন্য। মন্ত্রীর নির্দেশ পেয়ে পরে মন্ত্রীর কনভয়ে থাকা পেছনে স্কটের টি এস আর বাহিনীর জওয়ানরা টেপানিয়া ইকো পার্কের সামনে এসে প্রাইভেট গাড়িটিকে আটক করে। পরে রাধাকিশোরপুর থানার পুলিশকে খবর দিলে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মদমত্ত এই যুবক কে তার গাড়ি সহ আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে খবর যুবকটি নাম কামথাই পদ জমাতিয়া । তার বাড়ি 30 বাগমা বিধানসভা কেন্দ্রের অধীন কিল্লা রাইয়াবাড়ী এলাকায়। সূত্রের দাবি মদমও যুবকটি একটি সামাজিক অনুষ্ঠান সেরে উদয়পুরের দিকে আসছিল। আসার পথেই মন্ত্রীর কনভয়ে সোজা ঢুকিয়ে দেয় সেই গাড়িটি। কিন্তু এই দিনের সন্ধ্যা রাতের ঘটনায় কোন হতাহতের খবর নেই। পরবর্তী সময়ে ঘটনা খোঁজখবর নিয়ে জানা গিয়েছে কৃষিমন্ত্রী নিরাপদে তার উদয়পুরের নিজ বাসভবনে পৌঁছে গিয়েছেন। এবং উনার সাথে থাকা কনবয়ের প্রত্যেক টিএসআর বাহিনীও সুরক্ষিত অবস্থায় রয়েছেন। এই ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মী-সমর্থক সহ গোটা উদয়পুর শহরের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়।
রাজ্য
মন্ত্রীর কনভয় নিয়ে ছেলে খেলা মদমত্ত এক যুবকের, পরে যুবকটিকে তোলে দেওয়া হয় পুলিশের হাতে
- by janatar kalam
- 2021-05-20
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this