জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামী 22 শে মে শনিবার এডিসি এলাকায় শাসক দলের জোট শরিকের 24 ঘন্টা বন্ধের ডাকের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এক সংবাদিক সম্মেলনের ডাক দেন। এদিন মহারাজা বলেন যে জায়গায় মহারাজা নিজের অর্থ ব্যায় করে রাজ্যের বাইরে আটকে থাকা ব্যাক্তিদের রাজ্যে ফিরিয়ে নিয়ে আনার চেষ্টা করছেন সে জায়গায় শাসক দলের জোট শরিকের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান এবং তিনি বলেন সবাই যাতে কোভিদ পরিস্থিতিতে রাজনীতি না করে গরীব মানুষের পাশে দাঁড়ান। তাছাড়া আপনাদের যদি সমস্যা থাকে তাহলে এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করার কথা বলেন এবং এটা নির্বাচনের সময় নই এটা মানুষের পাশে দাড়ানোর সময়, তাছাড়া এই সময় রাজনীতি করলে রাজ্য অন্য রাজ্যের সামনে হাসির খোরাক হয়ে যাবে। কেননা এমনিতে মানুষ মহামারীর দরুন ভোগান্তির শিকার তাই এই সময় বনধ ডেকে সাধারণ মানুষের অসুবিধা না বাড়ানোর আহ্বান রাখেন ও এ বিষয়ে রাজ্য সরকারকে মানবিক দৃষ্টিভঙ্গী দিয়ে বিবেচনা করার আবেদন রাখেন।
Leave feedback about this