জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহামারীর এই পরিস্থিতিতে জনগণের সুরক্ষার্থে সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে করোনা কার্ফু জারি করা হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষদের অবস্থা কি সেদিকে অন্য কেউ নজর না দিলেও ত্রাতার ভূমিকায় এই গরিব অংশের মানুষদের পাশে এসে দাঁড়ালেন ওমাং সামাজিক সংস্থা। তারই পরিপ্রেক্ষিতে ওমাঙ্গ সেচ্ছা শিবির সংস্থা করোনা কার্ফিও চলাকালীন ফুটপাত বাসিদের জন্য আগরতলা পুরনিগমের গেইটের অপরদিকে বিনামূল্যে প্রত্যেক দিন দুপুরের খাবার ব্যাবস্থা করেন। এদিন এই শুভ উদ্যোগটির আনুষ্ঠানিক সূচনা হয় আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকারের হাত ধরে , তাছাড়া উপস্থিত ছিলেন স্যান্দন পত্রিকার এমডি অভিষেক দে। এদিন প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার ওমাঙ্গ সংস্থার এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন এবং আগামীদিনে যদি সংস্থার কোন প্রকার সহযোগিতার দরকার হয় তাহলে তিনি সংস্থাটিকে সাহায্য করবেন বলে জানান । এদিনের কর্মসূচিটিকে কেন্দ্র ফুটপাথবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
Leave feedback about this