জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের চিত্র সাংবাদিকরা এই মহামারী পরিস্থিতিতেও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনগণের স্বার্থে সঠিক খবর পরিবেশনার উদ্দেশ্যে নিজেদের কর্তব্যে সচল রয়েছেন। তাই সাংবাদিকদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে বুধবার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে কল্যাণী দে ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংবাদিকদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। এদিনের কর্মসূচিতে স্যান্দন পত্রিকার এম ডি অভিষেক দে বলেন সাংবাদিকরা যেভাবে জনস্বার্থে কাজ করে চলছে তা প্রশংসনীয় এবং তাদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখেই আজকের এই কর্মসূচি বলে জানানোর পাশাপাশি টিপিজিএ এর সদস্য ছাড়াও আরো যারা সাংবাদিক ভাইয়েরা রয়েছেন তাদের যদি মাস্ক ও স্যানিটাইজার প্রয়োজন হয় তাহলে কল্যাণী দে ফাউন্ডটিনের সাথে যোগাযোগ করার আহবান রাখেন তিনি। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্যান্দন পত্রিকার এম ডি অভিষেক দে এবং টিপিজিএ সাধারণ সম্পাদক রমাকান্ত দেসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা।
Leave feedback about this