2024-12-19
agartala,tripura
রাজ্য

আজ থেকে পথ চলা শুরু হল শিক্ষা দপ্তরের বৈদ্যুতিন চ্যানেল ‘বন্দে ত্রিপুরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহামারীর পরিস্থিতিতে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। ছাত্রছাত্রীদের সুরক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলে ছাত্রছাত্রীরা কিভাবে নিজেদের শিক্ষা উন্নত করবে এবং ভালো ফল করে নিজের ভবিষ্যৎকে সুন্দর করবে , সেদিকে লক্ষ রেখে রাজ্যের শিক্ষা দপ্তর করোনা পরিস্থিতিতে যাতে রাজ্যের ছাত্রছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে অন্তরায় না হয় সেই লক্ষ্যে আজ থেকে পথ চলা শুরু করল শিক্ষা দপ্তরের বৈদ্যুতিন চ্যানেল ‘বন্দে ত্রিপুরা।’ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত দিয়ে এই চ্যানেলটির আনুষ্ঠানিক সূচনা হয়। এই মহামারী পরিস্থিতিতে বিদ্যালয়গুলি বন্ধ রয়েছে। অনলাইন ক্লাস সহ রাজ্যের ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এই চ্যানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন এই চ্যানেলের মাধ্যমে অধিকাংশ ছাত্রছাত্রীদের কাছে তাদের পাঠক্রম পৌঁছনো সম্ভব হবে। বাড়িতে থেকেও এই চ্যানেলের সরাসরি বা অফলাইন ক্লাসের মাধ্যমে ছাত্রীরা পঠনপাঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকার সুযোগ পাবে। এর জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রী রতন লাল নাথ মহোদয় ও সমগ্র শিক্ষা দপ্তরকে আমি ধন্যবাদ জানাই। তাছাড়া রাজ্যে বর্তমান সরকার শিক্ষার সর্বাঙ্গীন মানোন্নয়নের লক্ষ্যে এনসিইআরটি সিলেবাস, সুপার ৩০, সেন্ট্রালাইজড প্রশ্নপত্র, শিক্ষাবর্ষের সময় পরিবর্তন, সিবিএসই-তে উন্নীতকরণ, ইংরেজিমাধ্যম বিদ্যালয়ে রূপান্তর, নবম শ্রেণীর ছাত্রীদের বাই সাইকেল প্রদান, বছর বাঁচাও, নতুন দিশার মত ২৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং এই কঠিন সময়ে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষা দপ্তর আগামীদিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা ব্যাক্ত করেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথসহ শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service