জনতার কলম,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- সাত সকালে তেলিয়ামুড়ার বনদপ্তরের অধীন নেতাজীনগর বাস স্ট্যান্ড এলাকায় উদ্ধার হলো একটি বিশাল আকৃতি বিশিষ্ট অজগর সাপ । ঘটনা আজ রবিবার সকাল আনুমানিক ৭ টা নাগাদ । গোটা নেতাজীনগর এলাকায় চাঞ্চল্য । ঘটনার বিবরণে জানা যায়, প্রত্যেক দিনের মতো আজকেও তেলিয়ামুড়ার নেতাজীনগর এলাকায় স্থানীয় জনগণ প্রাতঃভ্রমণে বের হয় । কিন্তু প্রাতঃভ্রমণ সেরে নিজ ঘরে পৌঁছানোর মুহূর্তেই হঠাৎ কয়েকজন সাধারণ জনগণ দেখতে পায় নেতাজীনগর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি বালুর স্তূপে একটি অজগর সাপ পড়ে আছে । এই দৃশ্য দেখে আঁতকে উঠে স্থানীয় জনগণ । আর এই অজগর সাপটি প্রকাশ্যে — এই খবর চাউর হতেই গোটা এলাকায় চাঞ্চল্য পরিস্থিতি বিরাজ করছে । সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় তেলিয়ামুড়া বনদপ্তরে । খবর পেয়ে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রত্যক্ষ করে যে এই অজগর সাপটি মৃত । তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বনদপ্তরের কর্মীরা এই অজগর সাপটিকে সেখান থেকে উদ্ধার করে তেলিয়ামুড়ার বন দপ্তরের অফিসে নিয়ে আসে । তবে উল্লেখ্য, হয়তো কে বা কারা হয়তো এই অজগর সাপটিকে প্রকাশ্যে দেখতে পেয়েই মেরে ফেলেছে— এই বিষয়টি আমাদের জানায় বন দপ্তরের এক কর্মী । এইদিকে এই গোটা ঘটনাকে ঘিরে যেমন চাঞ্চল্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঠিক তেমনি এই বিষয়টি বনদপ্তরের সঠিক তদন্তেরও দাবি জানাচ্ছে গোটা এলাকাবাসী ।।
Leave feedback about this