2024-12-16
agartala,tripura
রাজ্য

প্রতারণা শুধু আমাদের সাথে নয় বেকারদের সাথেও হচ্ছে : আমরা ১০৩২৩ শিক্ষক

দুই দফা দাবির ভিত্তিতে গণবস্থানে বসল আমরা ১০৩২৩ শিক্ষক । তাদের দাবি হল তাদের চাকরির স্থায়ী সমাধান এবং যে ১৩০০০ অশিক্ষক পদ রয়েছে সুগুলোকে দ্রুত পূরণ করা । গতকাল জনতার কলমের সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেছিলেন যে অশিক্ষক ১৩০০০ পদ যেগুলো ছিল সেগুলো নাকি বিনষ্ট হয়ে গিয়েছে না রাজ্য সরকার বাতিল করেছে না কেন্দ্র সরকার এদিন আমরা ১০৩২৩ শিক্ষক শিক্ষা মন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন যে যদিও বা বিনষ্ট হয় সেগুলোকে বিধানসভায় দাঁড়িয়ে আপডেট করতে কতটুকু সময়ের প্রয়োজন । সেদিন এরা আরও বলেন ১৩০০০ পদগুলো যদি থাকে শুধু ১০৩২৩ নয় তাদের পাশাপাশি বেকার যুবক যুবতী যারা ইন্টারভিউ দিয়েছিলেন তারাও সুযোগ পাবে ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service