জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে করোনা সংক্রমণ রোধ করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। মহামারী পরিস্থিতিতে যেন লড়াই করা যায় তার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, এবং প্রস্তুতিগুলো স্বয়ং পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তারই পরিপ্রেক্ষিতে শনিবার সিপাহীজলা জেলার লালসিংমুড়া কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। এই সেন্টারে ১০০টি বেড রয়েছে। যার মধ্যে ৮০টি অক্সিজেন বেড। এই মুহূর্তে এখানে ১৬ জন রোগী রয়েছেন। এখানে কয়েকজন সংশোধনাগারের বন্দী চিকিৎসাধীন রয়েছেন। এই কোভিড সেন্টারের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো রাখার বিষয়ে প্রশাসনকে নির্দেশও দেন। এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান কোভিড মোকাবিলার জন্য রাজ্য সরকার প্রস্তুত। জেলায় জেলায় বিকেন্দ্রীকৃত চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। সকেলের উদ্দেশে আবেদন, আপনারা কোভিড বিধি মেনে চলুন। তবেই আমরা এই মহামারীকে প্রতিহত করতে সফল হব বলে অভিমত ব্যাক্ত করলেন। তাছাড়া এদিন তিনি মেলাঘর ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেন। সেখানে ২৫টি বেড রাখার ব্যবস্থা রয়েছে। যার মধ্যে চারটি ভেন্টিলেটর বেড। ১৫ দিনের মধ্যেই এটি প্রস্তুত হয়ে যাবে। যুদ্ধকালীন তৎপরতায় তার কাজ চলছে এবং ডেডিকেটেড সেন্টার সংলগ্ন জায়গাতেই বসবে অক্সিজেন প্ল্যান্ট। তারও কাজ পরিদর্শন করেন।
Leave feedback about this