2024-12-19
agartala,tripura
রাজ্য

সিপিআইএম এর উদ্যোগে শ্রমিক মেহনতী মানুষদের মধ্যে মাস্ক ও সেনিটাইজার বিতরণ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমানে রাজ্যে করোনা সংক্রমনের হার বৃদ্ধি পেয়ে চলছে। সংক্রমণের হার রোধ করতে রাজ্যের সরকার, প্রশাসন থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকার কিংবা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রচেষ্টা চালালেও মানুষ যদি সচেতন না হয় তাহলে এই মহামারীর রোধ করা অসম্ভব। বুধবার রাজধানীর গান্ধী ঘাট এলাকায় সিপিআইএম এর উদ্যোগে শ্রমিক মেহনতী মানুষ যাদের মাস্ক ও সেনিটাইজার ক্রয় করার ক্ষমতা নেই তাদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। এ দিনের কর্মসূচি থেকে সিপিআইএম প্রাক্তন পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই পরিস্থিতিতে রাজ্যে শ্রমিক মেহনতী অংশের যে মানুষ গুলো রয়েছে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান রাখেন এবং যারা দৈনন্দিন কাজে ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে প্রতিনিয়ত মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার আবেদন রাখেন। তাছাড়া বিরোধীদল বামফ্রন্ট সরকারে না থাকার ফলেও এই পরিস্থিতিতে সাধারণ মানুষদের নানা কর্মসূচির মধ্য দিয়ে সাহায্যে করে যাচ্ছেন। দলের সাধারণ মানুষের স্বার্থে এ ধরনের কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে বলে ধারণা শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service