2024-12-19
agartala,tripura
রাজ্য

কোভিড প্রটোকল মেনে রোজা পড়ার আহ্বান বিধায়ক সুদীপ রায় বর্মণের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রমজান হল ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। সে সময়ে বিশ্বব্যাপী ইসলাম ধর্মালম্বী মানুষেরা রোজা পালন করেন। চলতি মাস রমজানের মাস। অন্যান্য বছরের ন্যায় মঙ্গলবার বিটারবন ভাটি অভয়নগর এলাকায় সংখ্যালঘু মুসলমানদের মধ্যে ইফতার দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি জানান, ৩০-৩৫ বছর যাবৎ সংখ্যালঘুদের মধ্যে ইফতার দিয়ে আসছেন। এ রমজান মাসে রোজার মূল উদ্দেশ্য হলো সকলের মঙ্গল কামনা এবং শান্তি সম্প্রীতি বজায় রাখা বলে জানান তিনি। সকলের যাতে কোভিড প্রটোকল মেনে রোজা পড়েন, তার জন্য আহ্বান জানান। এবং সমস্ত সরকারি বিধি নিষেধ মেনে ঈদ উৎসব পালন করবে বলে প্রত্যাশা করেন তিনি। একইভাবে রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিধায়ক সুদীপ রায় বর্মন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service