2024-12-19
agartala,tripura
রাজ্য

বর্তমান পরিস্থিতিতে আর্থিক সাহায্যের দাবি গাড়ি চালকদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান করোনা পরিস্থিতিতে গাড়ির চালকরা অসহায়, রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত তারা সেই আর্থিক সাহায্য পাননি এমনই অভিযোগ করলেন চন্দ্রপুর আই এস বি টি গাড়ির চালকরা। বিগত অনেকদিন ধরে গাড়ির চালকরা খুবই অসুবিধার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা যেভাবে গাড়ি চালিয়ে যাচ্ছেন তাতে করে তেলের টাকা পর্যন্ত যোগান করতে পারছেন না। একদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোগ অপরদিকে সন্ধ্যা ছয়টা থেকে নৈশ কারফিউ থাকার কারণে গাড়ি চালকরা যাত্রী পাচ্ছেন না আর যাত্রী পেলেও সময়মতো যথাস্থানে পৌঁছেতে পারছেন না বলে জানান। গাড়িচালকদের একমাত্র ভরসা তাদের এই আর্থিক উপার্জনের মধ্য দিয়ে সংসার পরিচালনা করতে হয় কিন্তু বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে সংসারের খরচ বহন করা অত্যন্ত কষ্টকর বলে গাড়ি চালকরা সংবাদমাধ্যমকে জানান। রাজ্যের প্রথম করোনা ভাইরাস সংক্রমণ রোগ ধরা পড়ার সময় সরকারের পক্ষ থেকে গাড়িচালকদের কে আর্থিক ভাতা দেওয়া হবে বলে জানিয়েছিলেন এমনকি তাদের কাছ থেকে কাগজপত্র পর্যন্ত নিয়ে গেছেন কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা তারা আর পাননি তাই তারা সরকারের কাছে আবেদন রাখছেন সরকার যদি তাদেরকে কোন রকমের ব্যবস্থা করে দেন তাহলে তারা কোনক্রমে সংসার পরিচালনা করতে পারবেন। রাজ্যে ক্রমাগত করোনাভাইরাস সংখ্যা দিন দিন বেড়ে চলেছে আর তাতে করে গাড়ির চালকরা যাত্রী হীন অবস্থায় গাড়ি স্ট্যান্ডে বসে দিন কাটাচ্ছেন তারা চাইছেন একেবারে সারা দিনের জন্য লকডাউন দিলেই ভালো তাহলে তারা বাড়িতে অন্য কাজ করবেন। গাড়িচালকদের এরকম অসহনীয় কষ্ট দেখে রাজ্য সরকার যদি তাদের জন্য আর্থিক ভাতার ব্যবস্থা করেন তাহলে মনে হয় চালকরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন সংসারও পরিচালনা করতে পারবেন। এখন তারা বসে আছে শুধু সেই আশায়, এখন দেখার বিষয় গাড়িচালকদের আশা আদতে কি রাজ্য সরকার পূরণ করবেন সেই দিকে তাকিয়ে আছে গাড়ি চালকরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service