2024-12-19
agartala,tripura
রাজ্য

কম খরচে মামলা নিষ্পত্তির জন্য রবিবার বসল লোক আদালত।

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-স্পেশাল লোক আদালত খোলা হল রবিবার আগরতলার
সাব ডিভিশন লিগেল সার্ভিস কমিটেড সদর আগরতলা পশ্চিম ত্রিপুরা স্পেশাল লোক আদালতের আয়োজন করা হয়। যে সমস্ত মোটর ভেহিকেল গুলির নামে মামলা ছিল সেই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য স্পেশাল লোক আদালত খোলা হয়েছে। 35 শ, মোটরভিকেল মামলা রয়েছে সেই মামলাগুলো সাতটি বেঞ্চে নিষ্পত্তি করার জন্য প্রত্যেক বেঞ্চে 500 করে মামলা নিষ্পত্তিকরণ করা হবে। বিশেষত যে সমস্ত ট্রাফিক সিগন্যাল অমান্য করে অথবা হেলমেট বিহীন বাইক চালানো লাইসেন্স ছাড়া গাড়ি চালানো ঐ সমস্ত মামলার নিষ্পত্তি করনের জন্য স্পেশাল এই লোক আদালত খোলা হয়েছে তাতে করে যে সমস্ত লোকেরা এই মামলায় জড়িত আছেন তারা অতি সহজে কম খরচের মধ্যে মামলা নিষ্পত্তিকরণ করতে পারবেন। সাধারণ জনগণের স্বার্থে এই ব্যবস্থা করেছে সদর ত্রিপুরা আগরতলা স্পেশাল লোক আদালত। এদিন স্পেশাল লোক আদালতে মামলা নিষ্পত্তি করানোর জন্য প্রচুর মামলার কারীরা উপস্থিত ছিলেন স্পেশাল লোক আদালত সম্পর্কে জানাতে গিয়ে লিগ্যাল সার্ভিসেস আধিকারিক রমা চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানান। এরকম স্পেশাল আদালত করলে পরে বিশেষ করে সাধারণ জনগণ যারা ট্রাফিক সিগন্যাল অথবা লাইসেন্স বিহীন গাড়ি চালালে পড়ে রাস্তায় চালান দিতে পারেন না টাকা না থাকার কারণে সে সমস্ত লোকদের জন্য এরকম লোক আদালত একান্ত প্রয়োজন বলে মনে করছেন সাধারণ জনগণ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service